'আমি জঙ্গি নই, শিল্পী', মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে এমনই বলতে শোনা গিয়েছে ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) । মঙ্গলবার, জামিন পাননি রোদ্দুর রায় । বরং, আলাদা মামলায় ২০ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত । তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ রয়েছে (Roddur Roy Update) ।
২০২০ সালে মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলেএকটি ভিডিয়ো আপলোড করেছিলেন রোদ্দুর রায় । সেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর । এমন অভিযোগ তুলে দু বছর আগে বটতলা থানায় মামলাটি দায়ের করেন এক শিক্ষক । সেই মামলাটি মঙ্গলবার আদালতে ওঠে । তারই ভিত্তিতে রোদ্দুরকে আরও ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।
আরও পড়ুন, Roddur Roy's Income Source: এবার ইউটিউবার রোদ্দুর রায়ের আয়ের উৎস খতিয়ে দেখবে পুলিশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্দেশে কুমন্তব্য করার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয় । সেই অভিযোগে গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল রোদ্দুর রায়কে । ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত । মঙ্গলবার, তাঁর পুলিশি হেফাজতের শেষদিন ছিল । মঙ্গলবার পুলিশি হেফাজত বাড়বে কি না, তা নিয়ে মামলার শুনানি হয়েছিল । কিন্তু মামলা ওঠার আগে আরও একটি মামলা ওঠে রোদ্দুরের নামে ।