রোদ্দুর রায় (Roddur Roy) নাকি একেবারে পাল্টে গিয়েছেন । ইউটিউব ভিডিওতে যাঁর মুখে অশ্রাব্য গালিগালাজ শোনা যায়, সেই রোদ্দুর রায় এখন পুলিশের হেফাজতে একেবারে চুপচাপ, নিস্তব্ধ । মুখে কোনও গালিগালাজ নেই । কোনও প্রশ্ন করলে, তাঁর মুখ একটাই কথা । মোক্সাবাদ (Moxabad) । এছাড়া, তাঁর মুখে কোনও বাজে কথা শোনা যাচ্ছে না । লালবাজার সূত্রে এমনই জানা গিয়েছে ।
এদিকে, মোক্সাবাদ বুঝতে গিয়ে কালঘাম ছুটছে পুলিশের । আপাতত ডিডি বিল্ডিংয়ে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে । সূত্রের খবর, রোদ্দুর রায়ের (Roddur Roy Update) কুৎসিত ভিডিও তাঁকেই দেখাচ্ছে পুলিশ । কেন তিনি এমন ভাষায় ভিডিও বানিয়েছেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু, তাঁর একটাই উত্তর “জয় মোক্সা ।” এই বিষয়ে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, মোক্সাবাদ বোঝাতে রোদ্দুর রায় যা বলছেন তার কোনও কথাই বুঝতে পারছেন না তাঁরা । একাধিক পুলিশ আধিকারিক বলছেন, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই উলটোপালটা বকে চলেছেন রোদ্দুর ।
আরও পড়ুন, Roddur Roy:‘আই অ্যাম নট এ ক্রিমিনাল’, বন্ধ ভ্যানের ভেতর থেকে চেঁচিয়ে বললেন রোদ্দুর
সম্প্রতি কেকে-র (KK Singer) মৃত্যু ও রূপঙ্করের (Rupankar) বিতর্কিত ফেসবুক লাইভ নিয়ে ভিডিয়ো ব্লগে নিজের প্রতিক্রিয়া দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ রোদ্দুরকে গোয়া থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় । তুমুল হইহট্টগোলের মধ্যে শুনানির পর আদালত রোদ্দুরকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ।