উত্তরবঙ্গের ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)।
রূপা বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন ‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে, ভাই সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা।’ এর পরেই রূপার সংযোজন ‘সিবিআই তদন্ত প্রয়োজন।’
আরও পড়ুন: Train Accident শুক্রবার সকালেই ময়নাগুড়িতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দুর্ঘটনার প্রকৃত কারণ দেখার নির্দেশ
রেল কেন্দ্রীয় সরকারের অধীনে। দুর্ঘটনার পর রেল তদন্ত শুরুর নির্দেশও দিয়েছে। তার মধ্যেই রূপার সিবিআই তদন্তের দাবি শুরু হয়েছে বিতর্ক।