দোলের আনন্দ দ্বিগুণ হয়ে গেল বাঘের(Royal Bengal Tiger) দেখা পেয়ে। শুক্রবার হঠাৎই দক্ষিণ রায় দেখা দিলেন দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া(Satgachia) বিষ্ণুপুর ২ এলাকায়। নদীবক্ষে সফরকালে বাঘ(Tiger) দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন পর্যটকরা।
জানা গেছে, পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে বিষ্ণুপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেতাল তিনদিনের জন্য ঘুরতে এসেছিলেন সুন্দরবনে(Sundarbans)। শুক্রবার সুন্দরবনের ঝিলা রেঞ্জের চিলমারীর জঙ্গলে একটি খাঁড়ি পেরোতে দেখা যায় বাঘটিকে। এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায় রয়েল বেঙ্গল টাইগারটি(Royal Bengal Tiger)। দোলে ঘুরতে এসে বাঘের দেখা পেয়ে খুশি পর্যটক(Tourists) দলটি।
প্রথমে বাঘটি চিলমারীর জঙ্গলের একটি খাঁড়িতে বেশ কিছুক্ষণ বসেছিল। পরে খাঁড়ি পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় সেটি। বাঘের(Tiger) বিশ্রামের সেই দুর্লভ মুহূর্ত পর্যটকরা(Tourists) ক্যামেরাবন্দি করেন।