বছরের শুরুতেই ফের একবার চমক দিলেন ব্যাঘ্র বাবাজীবন (Royal Bengal Tiger)! গত বছরের শেষ সপ্তাহে বেশ কয়েকবারই খবরের শিরোনামে এসেছিলেন তিনি! নতুন বছর শুরুর সকালে যেন আবার তারই প্রতিফলন!
শনিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা গেল সুন্দরবনের সাতজেলিয়া গ্রামে। শুক্রবার চরঘেরি-তে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। অনুমান করা হচ্ছে, সেই বাঘই পুনরায় চলে এসেছে সাতজেলিয়াতে।
বাঘের পায়ের ছাপ দেখে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাতজেলিয়া এলাকাতে। বন দফতরের কর্মীরা ওই এলাকাটি ঘিরে রেখেছেন। সতর্কতার জন্য জাল টানানো হয়েছে চারিদিকে। বাঘটিকে যে কোনওভাবে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।