সুন্দরবনের জঙ্গলে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের । দোবাকি জঙ্গলের কাছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে নদী পেরোতে দেখেন পর্যটকরা । সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করেন তাঁরা ।
বসন্তকাল, ঘুরে বেড়ানোর মরসুম । তাই সুন্দরবনেও পর্যটকদের ভিড় । সুন্দরবন আসা তো বাঘ দেখার জন্যই । একবার তার দেখা পাওয়াকে সৌভাগ্য বলে মনে করেন পর্যটকরা । রবিবার দুপুরের দিকে দোবাকি জঙ্গলের কাছেই ছিল পর্যটক ভর্তি লঞ্চ । সেইসময় হঠাৎ দেখা মিলল বাঘের । জলে তখন সাঁতার দিচ্ছে বাঘ । লঞ্চের মধ্যে হইচই পড়ে যায় । সঙ্গে সঙ্গে একদল পর্যটক মুহূর্তটিকে ক্যামেরবন্দী করেন ।
একে দোলের ছুটি, তার উপর বাঘের দেখা পাওয়া । এর জন্য সুন্দরবনে এবার ভালই ভিড় হবে বলে আশা করছেন হোটেল ব্যবসায়ীরা ।