একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। লঞ্চে করে সুন্দরবনে নৌবিহারে বেরিয়েছেন পর্যটকেরা। এমন সময় লঞ্চের গা ঘেঁসে জল থেকে উঠে এল এক রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। জল থেকে জুলজুল করে তাকিয়ে রয়েছেন লঞ্চযাত্রীদের দিকে। সামনে না থাকলেও, শুধু ভিডিয়ো দেখলেও শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠাণ্ডা স্রোত।
ভরা মরশুমে একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি (Sudhanyakhali) এলাকায় ঘুরছিলেন বৃহস্পতিবার সকালে। এমন সময় দেখা মিলল দক্ষিণরায়ের।
ছ'দিন পর অবশেষে ধরা পড়ল বাঘ, ঘুম পাড়ানি গুলি খেয়ে কাবু কুলতলির রয়্যাল বেঙ্গল
প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপাড়ের জঙ্গেলে মিশে যায়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। প্রথমে এত কাছ থেকে বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। পরে বেশ রোমাঞ্চিতও হন সকলে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি বাঘ হাজির হয়েছিল পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে ছিলেন ঘরের মধ্যেই।