নেওড়া ভ্যালির জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। রবিবার বন দফতর তার ছবি প্রকাশ করতেই খুশির হাওয়া পর্যটক পরিবেশপ্রেমী মহলে। ২০১৮ সাল থেকে এই নিয়ে পাঁচ বার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল কালিম্পং জেলার নেওড়া ভ্যালিতে (Neora Valley) ।
বিশেষজ্ঞদের মত, নেওড়া ভ্যালিকে নিজেদের বাসযোগ্য মনে করে নেপাল-ভুটান থেকে বার বার নেওড়া ভ্যালিতে নেমে আসছে বাঘেরা। তাই বাঘ সংরক্ষণের জন্য এ রকম জঙ্গলগুলি থেকে পর্যটন কেন্দ্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন পরিবেশপ্রেমীরা।
Sandip Ray Feluda: ফেলুদা-তোপসে-জটায়ু, কাস্টিং শেষ, শুটিং শুরু করলেন সন্দীপ রায়
নেওড়ার ভ্যালি জাতীয় উদ্যানে বাঘের গতিবিধি জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সেই ক্যামেরাতেই ধরা পড়া ছবি প্রকাশ করল জলপাইগুড়ি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন। উপযুক্ত পরিবেশ এবং খাবার পেয়ে সংসার পেতে বসেছে বাঘটি।
প্রসঙ্গত, ২০১৮ সালে শেষ বারের মতো বাঘসুমারি হয়। ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির তথ্য অনুযায়ী, সেই সময়ে উত্তরবঙ্গে সব জঙ্গল মিলিয়ে মাত্র একটি বাঘ ছিল। তার পর থেকে নেওড়া ভ্যালিতে একাধিক বাঘের দেখা মিলছে। এমনকি, কিছু দিন আগে বক্সাতেও বাঘের দেখা পাওয়া গিয়েছে।