হাওড়া স্টেশনে চুরি, ছিনতাই রুখতে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল। এবার থেকে লোকাল ট্রেন থেকে নামা ওঠায় RPF-এর বিশেষ নির্দেশ মেনে চলতে হবে যাত্রীদের। ওই পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালু করা হয়েছে।
সম্প্রতি হাওড়া স্টেশন থেকে একাধিক চুরি, ছিনতাইয়ের অভিযোগ করেছেন যাত্রীরা। মোবাইল চুরির পাশাপাশি সোনার গয়নাও ছিনতাই করে পালাচ্ছে দুষ্কৃতীরা। কিন্তু প্রবল ভিড়ের কারণে অভিযুক্তদের ধরতেও বেগ পেতে হচ্ছে। এমনকি, অনেক সময় চুরি-ছিনতাই করে ট্রেন ধরে অন্য়ত্র পালিয়ে যাচ্ছে তারা। সেকারণে নয়া পদক্ষেপ নিতে চলেছে RPF।
নতুন নিয়ম-
জানা গিয়েছে, এবার থেকে লোকাল ট্রেন থেকে নামা ও ওঠার সময় নির্দিষ্ট নিয়ম মানতে হবে। অর্থাৎ যে সব যাত্রীরা লোকাল ট্রেন থেকে নামবেন তাঁরা গেটের যে রড থাকে তার বাঁ দিক দিয়ে নামবেন এবং যাঁরা উঠবেন তাঁরা ওই রডের ডান দিক দিয়ে উঠবেন।
কী সুবিধা হবে?
RPF এর ধারণা এর ফলে নজরদারি চালাতে সুবিধা হবে। কারণ ট্রেনে ওঠা নামার সময় সবথেকে বেশি ধাক্কাধাক্কি হয়। সেই সময় চুরির ঘটনা ঘটে। নির্দিষ্ট নিয়ম মেনে ওঠানামা করলে নজরদারি চালাতে সুবিধা হবে।
আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
প্লাটফর্মের বিভিন্ন জায়গায় হলুদ রং করা হয়েছে। সেখানে বিশেষ নির্দেশিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
যাত্রীদের কী মত?
পুরো বিষয়টি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন রেলযাত্রীরা। তবে তাঁদের বক্তব্য, হাওড়া স্টেশনে কোনও লোকাল ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে নামা ও ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় এই নির্দেশ মেনে চলা একপ্রকার কঠিন।