প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-
মোট শূন্যপদ-
প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের জন্য ১৩৭৬টি শূন্যপদ রয়েছে।
আবেদনের সময়সীমা-
১৭ অগাস্ট থেকে ওই পদগুলির জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণের কাজ চলবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
ডায়াটেসিয়ান, নার্সিং সুপারেন্টেন্ডেন্ট, স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, ল্যাবরেটরি সুপারেন্টেন্ডেন্ট, ফিজিওথেরাপিস্ট, ক্যাথ ল্যাবরেটরি টেকনিসিয়ান, ফার্মাসিস্ট, এক্স-রে টেকনিশিয়ান সহ একাধিক পোস্টে নিয়োগ করা হবে।
বয়সসীমা-
কোনও নির্দিষ্ট বয়সসীমা ধার্য করা হয়নি। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে। তবে প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য তপশিলি জাতি ও উপজাতি শ্রেণিতে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও OBC-আবেদনকারীরা ৩ বছরের ছাড় পাবেন।
কীভাবে নিয়োগ?
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার পর চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
আবেদন ফি-
ওই পদগুলির জন্য আবেদন ফি রাখা হয়েছে ৪০০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।
কীভাবে আবেদন?
অনলাইনের মাধ্যমে ওই পদগুলিতে আবেদন করা যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।