RS Virus in West Bengal: রাজ্যে বাড়ছে RS ভাইরাসের প্রকোপ, আক্রান্ত সদ্যজাত থেকে ২ বছরের শিশু

Updated : Nov 18, 2022 07:41
|
Editorji News Desk

ডেঙ্গি আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে RS ভাইরাস। আক্রান্ত সদ্যজাত থেকে ২ বছরের শিশু। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। উদ্বিগ্ন চিকিৎসকমহলের একাংশ। যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন, তাঁরা এমন কিছু শোনেননি। 

কোভিড নিয়ে দীর্ঘ ২ বছর ধরে ভুগেছে গোটা বিশ্ব। স্ক্রাব টাইফাসের আতঙ্কও বেড়েছে। ডেঙ্গিতেও দেশের একাধিক প্রান্তে প্রাণ হারিয়েছেন একাধিক। এবার নতুন সংযোজন RS ভাইরাস। চিকিৎসকরা জানিয়েছে রেসপিরেটরি সিনসেশ্যাল ভাইরাস বা RS ভাইরাস মূলত ৪ দিনের সদ্যজাত থেকে ২ বছরের শিশুকে আক্রমণ করে। 

চিকিৎসক মহলের দাবি, রাজ্যে বেশ কিছু শিশুর শরীরে বাসা বেঁধেছে এই ভাইরাস। পার্ক সার্কাসের ইনস্টিউট অফ চাইল্ড হেলথ সূত্রে খবর, এই ভাইরাসে গত ২ মাসে ৫০টি শিশু আক্রান্ত হয়েছে। 

RS ভাইরাসের উপসর্গ

হালকা জ্বর, নাক দিয়ে জল, শুকনো কাশি, গলাব্যথা, হাঁচি, মাথাযন্ত্রণা, খাওয়ার ইচ্ছে না থাকা, ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ। পরে নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের দিকে মোড়। শুরু হয় শ্বাসকষ্ট। 

কবে শুরু

চিকিৎসকদের দাবি, অক্টোবরের শুরু থেকেই এই ভাইরাস সংক্রামিত হওয়া শুরু হয়। একাধিক হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি করা হচ্ছে শিশুদের। ভেন্টিলেটর, আইসিইউতেও রাখতে হচ্ছে বলে দাবি চিকিৎসকমহলের একাংশের। 

ব্যয়বহুল চিকিৎসা

এই ভাইরাস চিহ্নিত করতে গেলে পরীক্ষা ব্যয়বহুল। সূত্রের খবর, বেসরকারি হাসপাতাল বা ল্যাবে পরীক্ষা করতে খরচ হয় ২০-২৫ হাজার টাকা। কলকাতার ল্যাবে রাজ্যের একাধিক প্রান্ত থেকে নমূনা আসছে। ICH সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসে ১১টি নমূনার মধ্যে ৬টি পজিটিভ এসেছে। 

গত বছর নভেম্বরে উত্তরবঙ্গে ধরা পড়ে RS ভাইরাস সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দল গিয়েছিল। যদিও এবার স্বাস্থ্য ভবনের অধিকর্তারা জানিয়েছেন, তাঁরা এমন কিছু জানেন না।

NewbornWest BengalchildRS Virus

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী