রাজনীতির ময়দানেই থাকছেন দিলীপ। তাঁকে ফের মেদিনীপুর থেকে উপ-নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দিল আরএসএস। সূত্রের খবর, সঙ্ঘের এই প্রস্তাবকে ইতিমধ্যেই সমর্থন করেছে রাজ্যে বিজেপির একাংশ। রাজনৈতিক মহলের দাবি, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ থেকে জিতিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার মুখ বদলেরও প্রস্তাব দেওয়া হয়েছে নাগপুর থেকে।
আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে ১১টি বিধানসভায় হতে চলেছে উপ-নির্বাচন। বাকি বিধানসভার সঙ্গেই ভোট হবে মেদিনীপুরে। এবার এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হারের পরেই রাজ্য নেতৃত্বে বিরুদ্ধে কার্যত মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
রাজনৈতিক মহলের দাবি, এই অসন্তোষকে এবার কাজে লাগাতে চায় সঙ্ঘ পরিবার। আর সেই কারণে দিলীপকে দিয়েই তারা এবার চাপে রাখতে চাইছে শুভেন্দু অধিকারীকে। গত পুরসভা থেকে এবারের লোকসভা ভোট, এই লড়াইয়ে তৃণমূলের কাছে বারবার হেরেছে শুভেন্দু-সুকান্ত জুটি। বিশেষ করে, এই লোকসভায় ভরাডুবি এই জুটির উপর চাপ আরও বাড়িয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের।