নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দফা হাজিরার পর বুধবার ইডির দফতরে অনুপস্থিত রইলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। সিজিও কমপ্লেক্সে না গিয়ে গেলেন ভোটের প্রচারে। সায়নীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮.৩০ নাগাদই নাকি ইডি দফতরে মেল করে অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুধবার সায়নীকে দেখা গেল পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সায়নী জানান, ভোটের আর দু’দিন বাকি। তৃণমূল নেত্রী হিসেবে তাঁর একটা দায়িত্ব রয়েছে। ইডিকে এ কথা জানিয়েছেন তিনি। সায়নী আরও জানান, ১১ তারিখের পর যতবার ডাকা হবে ততবার তিনি যাবেন।
Saayoni Ghosh: বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচার, তালিকায় নাম নেই সায়নী ঘোষের
উল্লেখ্য, শুক্রবার CGO কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সায়নী ঘোষ। তাঁকে প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকে বেরিয়েই তিনি জানিয়েছিলেন, বেশ কিছু নথি দেখতে চেয়েছেন ED আধিকারিকরা। বুধবার ওই নথি নিয়েই ED দফতরে যাওয়ার কথা ছিল তাঁর।
উল্লেখ্য, দীর্ঘদিন পর মঙ্গলবার তৃণমূলের প্রচার তালিকায় নাম ছিল সায়নী ঘোষের। যদিও মায়ের অসুস্থতার জন্য প্রচারে যেতে দেখা যায়নি তাঁকে।