বুধবার দ্বিতীয় তলবেই গরহাজির সায়নী। গলসিতে প্রচার সারতে গিয়েছেন তৃণমূলের যুবনেত্রী। ইডির হাজিরা নিয়ে প্রশ্ন উঠতেই উত্তর দিলেন, প্রচার কে করবে। দুদিন পরে ভোট। ১১ জুলাইয়ের পর তিনি হাজিরা দেবেন।
ইডির হাজিরার প্রশ্ন সায়নী ঘোষ বলেন, "দুদিন পরে ভোট। যুবনেত্রী হিসেবে প্রচার তো করতে হবে। ভার্চুয়ালি যদি কোনও প্রয়োজন থাকে, অবশ্যই সহযোগিতা করব। ১১ তারিখ ফল ঘোষণার পরে যতবার ডাকা হবে সশরীরে হাজিরা দেব।"
আরও পড়ুন: বুধে ইডি দফতরে যাচ্ছেন না সায়নী, ব্যস্ত থাকবেন ভোটের প্রচারে, দাবি কুণাল ঘোষের
শুক্রবার CGO কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সায়নী ঘোষ। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু নথি দেখতে চেয়েছেন ED আধিকারিকরা। বুধবার ওই নথি নিয়েই ED দফতরে যাওয়ার কথা ছিল তাঁর ।