বিধাননগর (Bidhannagar) পুরসভার মেয়র কে হবেন, তা নিয়ে কার্যত রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল তৃণমূলের (TMC) অন্দরে। অবশেষে শুক্রবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছেন, মেয়রের দায়িত্ব পালন করবেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakroborthy)। প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) পালন করবেন চেয়ার ম্যানের দায়িত্ব।
নতুন দায়িত্ব পেয়ে দৃশ্যতই 'আবেগাপ্লুত' কৃষ্ণা। তিনি জানান, সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশমতো তৃণমূল কংগ্রেসের কাজ করেন তিনি। তবে এবার দায়িত্ব অনেক বাড়ল।
সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়র ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে গিয়ে প্রার্থী হন পদ্ম শিবিরের। নির্বাচনে হেরে ফের তৃণমূলে ফিরেছেন তিনি। মেয়র পদ না পেয়ে সব্যসাচীর প্রতিক্রিয়া, দল যাঁকে যা দায়িত্ব দিয়েছে, প্রত্যেকেই তাই পালন করবেন।