স্বাধীনতার পর কংগ্রেস। তারপর বাম। আর এখন তৃণমূল কংগ্রেস। এবার কোন দিকে যাবে সাগরদিঘি। সোমবার এই কেন্দ্রে হতে চলেছে উপ-নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনীর দখলে এই কেন্দ্র। সোমবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত। তার আগে প্রস্তুতি প্রায় শেষ। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪৭ হাজার। ভোট নেওয়া হবে ২৪৬টি কেন্দ্রে। মুর্শিদাবাদের অন্যতম স্পর্শকাতর সাগরদিঘি। তাই উপ-নির্বাচনেও ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকছে সার্ভেল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড সহ প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরারও।
গত বছরের ডিসেম্বরে মারা যান রাজ্যের মন্ত্রী ও এই কেন্দ্রের বিধায়ক সুব্রত সাহা। তাঁর মৃত্যুতেই এই কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে। এবার মূলত এই কেন্দ্রে লড়াই ত্রিমুখী। তৃণমূলের প্রার্থী এলাকার সংগঠক বলে পরিচিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রীর আত্মীয়। এই কেন্দ্রে বিজেপির কোটিপতি প্রার্থী দিলীপ সাহা। এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। এই বায়রনের সঙ্গেই শুভেন্দুর ছবি গত কয়েকদিন আগে প্রচারে এসে তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষবার এই কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন সুব্রত সাহা। দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন বিজেপির মাফুজা খাতুন। এবার কোন দিকে যাবে সাগরদিঘি ? উত্তর পাওয়া যাবে ২ মার্চ গণনার দিন।