সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনে। নির্বাচনের কোনও কাজে যোগ দিতে পারবেন না তিনি। নতুন ওসিকে নিয়োগের নির্দেশও দিয়েছে কমিশন। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে কমিশনের এই সিদ্ধান্তে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।
নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী ওসি যিনি আসবেন, তাঁকে অন্য জেলা থেকেই আসতে হবে। মুর্শিদাবাদের কোনও ওসি রাখা যাবে না। সাগরদিঘি থানার ওসির বিরুদ্ধে বাম, কংগ্রেস একাধিক অভিযোগ এনেছিল। কংগ্রেস কর্মী সাইদুর রহমানের গ্রেফতারি ও পরে জামিনের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই পদক্ষেপ নির্বাচন কমিশনের।
আরও পড়ুন: গোপাল দলপতিই কি হৈমন্তীর স্বামী! আরমান গঙ্গোপাধ্যায় তবে কে, নাম রহস্যে জেরবার ইডি
২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে নির্বাচন। ২ মার্চ গণনা হবে। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের পরই মুর্শিদাবাদের এই কেন্দ্র উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।