রাজ্যে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এবার মেধাতালিকায় প্রথম ১০- এ রাজ্যের বোর্ড থেকে র্যাঙ্ক করেছে মাত্র তিনজন। রেজাল্ট বেরোতেই খুশির হাওয়া বাঁকুড়ার সাগ্নিকের বাড়িতে। বাঁকুড়া জেলা হাইস্কুলের ছাত্র সাগ্নিক নন্দী জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম স্থানাধিকারি। ইঞ্জিনিয়র হতে চায় সে, পড়তে চায় আইআইটি। এছাড়াও গল্পের বই পড়ার নেশা রয়েছে সাগ্নিকের৷
জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার, দ্বিতীয় সোহম দাস। দুজনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক শাখার পড়ুয়া। এর আগে জেইই মেইন-এও দুজনেরই ফল চোখ ধাঁধানো। সোহম ১০০ পার্সেন্টাইল পেয়েছে জেইই মেইন-এ, সাহিল পেয়েছেন ৯৯.৯৯ পার্সেন্টাইল।
উল্লেখ্য, ২৬ দিনের মাথায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল । দুপুর আড়াইটের সময় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হল । এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন । সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ ।