রাত পোহালেই ধর্মতলায় ২১ জুলাইয়ের জনসভা। শহরজুড়ে তার প্রস্তুতি তুঙ্গে। তার আগে বুধবার কালনার মালতিপুর ঘাট থেকে নদীবক্ষে নৌকা নিয়ে শহিদ দিবসের প্রচার সারলেন মন্ত্রী স্বপন দেবনাথ.
নিজের বিধানসভা এলাকায় গত কয়েকদিন ধরেই তিনি প্রচার চালাচ্ছেন। বুধবার কালনার মালতীপুর, হাতিপোতা, গ্রাম কালনা, বর্মনপাড়া সহ প্রায় কুড়িটি গ্রামের নদী তীরবর্তী অংশের বাসিন্দাদের কাছে নৌকা নিয়ে পৌঁছলেন মন্ত্রী।
মাইক নিয়ে গ্রামের মানুষের কাছে একুশে জুলাইয়ের মমতার জনসভায় যাওয়ার জন্য নৌকা নিয়ে প্রচার চালালেন মন্ত্রী, সঙ্গে হাজির ছিলেন তৃণমূল নেতা ঈদের আলি এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।