ছেলের হত্যার প্রতিবাদে এবার পথে নামতে চান ছাত্রনেতা আনিস খানের(Anish Khan Murder) বাবা সালেম খান। তাঁর অভিযোগ, ‘তদন্তে সময় চাওয়ার নামে রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আর এর প্রতিবাদেই এবার সোচ্চার হলেন সালেম খান।
আনিস খানের মৃত্যুর পর সিট(SIT) গঠনের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ১৫ দিনের মধ্যেই সেই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেয়। তারপর থেকে ১৫ দিন কেটে গেলেও তা আর প্রকাশ পায়নি। আনিস হত্যা(Anish Khan Murder) নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বাম-সহ(SFI-DYFI) বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। বিচার পেতে সেই আন্দোলনে ছাত্র-যুবদের সঙ্গে পথে নামার কথাও জানিয়েছেন সালেম।
আর পড়ুন- Anish Khan: আনিস খান হত্যার তদন্ত শেষ করতে হবে এক মাসের মধ্যে, নির্দেশ আদালতের
জানা গেছে, আনিস হত্যার(Anish Khan Murder) তদন্তভার আদালতের নজরদারিতে সিবিআইকে(CBI) দেওয়ার দাবিতে ফের একবার সরব হলেন সালেম। এ জন্য তিনি সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছেন।