ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনার কাঠগড়ায় উঠেছিল পুলিশ। এবার আনিশের ভাই সলমনের উপর হামলার ঘটনায় অভিযোগ সেই পুলিশের দিকে। শুধু তাই নয়, এই ঘটনায় আবার নাম জড়াচ্ছে স্থানীয় তৃণমূলের। সলমনের স্ত্রীর অভিযোগ, তাঁদের রোজই হুমকির মধ্যে পড়তে হত। এমনকী, আনিসের পর যাঁকে মারা হবে, তাঁকে খুঁজে পাওয়া যাবে না বলও হুমকি দেওয়া হত বলে অভিযোগ। যদিও এই ঘটনায় যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। গোটা ঘটনার পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল।
মূলত স্ত্রীর জন্য এই ঘটনায় তিনি বেঁচে গিয়েছেন বলে দাবি সলমনের। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী দ্রুত ঘটনাস্থলে না এলে তাঁকে প্রাণে মেরে ফেরা হত। পরিবার সূত্রে খবর, রাত একটা থেকে সোয়া একটার মধ্য়ে হামলা হয় সলমনের উপর। তখন তিনি বাথরুম থেকে ঘরের দিকে ফিরছিলেন। মাঝের উঠোনে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়।
এই ঘটনায় একজনকে দৌড়ে পালিয়ে যেতেও দেখেন সলমনের স্ত্রী। তাঁর দাবি, আনিশের ঘটনার পর থেকে তাঁদের পরিবারকে লাগাতার হুমকির মুখে পড়তে হয়েছে। মূলত এই হুমকি এসেছে, স্থানীয় তৃণমূল স্তর থেকে। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত বলেই অভিযোগ সলমন খানের স্ত্রীর। পরিবারের দাবি, আনিস হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী হওয়ায় সলমনকে আগেও হুমকির মুখে পড়তে হয়েছিল। এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়। সলমনের ওপর আক্রমণের পর আবার এক বার সিবিআই তদন্তের দাবি নিয়ে সরব হয়েছে আনিসের পরিবার।