শাহজাহানের গড়ে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান এনএসজির। তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল অস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে। তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বোমাও উদ্ধা করা হয়েছে। সঙ্গে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও একাধিক পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রে খবর, সেই সব আই কার্ডে শাহজাহানের ছবিও দেওয়া হয়েছে।
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এদিন সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৩৪৮ টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও ৪৫ ক্যালিবারের ৫০ টি কার্তুজ, ৩ টি বিদেশি রিভলভার, ১ টি দেশি পিস্তল, ১২০ টি ৯ এমএম বুলেট পাওয়া গিয়েছে। একইসঙ্গে একটি পুলিশের রিভলভারও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই।