কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তবে, তিনি এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন বলেই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ (Hospital authority)। তাঁর শরীরে নতুন করে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।
যদিও, তিনি এখনও করোনামুক্ত (Covid affected) হননি। কিছু সমস্যা রয়ে গিয়েছে শ্বাস-প্রশ্বাসেও। হাসপাতাল সূত্রের খবর, দিনে দুই থেকে তিন লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে এই নবতিপর শিল্পীকে।
আরও পড়ুন: ২৩ জানুয়ারি থেকেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি, জানালেন নরেন্দ্র মোদী
প্রসঙ্গত, গত সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মশ্রী’ (Padma shri) সম্মান ফিরিয়ে দেওয়ার পরই এই শিল্পীর পক্ষে দাঁড়িয়ে সোচ্চার হয়েছিলেন বঙ্গের বিদ্বজনেরা। তার দু’দিন পরেই গত বৃহস্পতিবারই নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)।
তাঁকে ওইদিনই গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতাল (SSKM hospital)। করোনা আক্রান্ত হওয়ার পরে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে (Apollo hospital)।