হাতে আর মাত্র একদিন। তারপরই গোটা রাজ্যজুড়ে(West Bengal) খুলে যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়(School-College-University)। আর তাই এখন নিঃশ্বাস ফেলারও সময় নেই রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়(School-College-University) কর্তৃপক্ষের। বিভিন্ন জায়গায় চলছে স্যানিটাইজেশনের(Sanitization) কাজ। বোলপুর উচ্চ বিদ্যালয়েও(Bolpur High School) ধরা পড়ল সেই একই ছবি। মঙ্গলবার সকাল থেকেই গোটা স্কুলজুড়ে চলে স্যানিটাইজেশনের(Sanitization) কাজ।
উল্লেখ্য, সোমবার নবান্নে(Nabanna) সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সেখানেই তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে(School reopen)। এই ঘোষণায় খুশি দীর্ঘদিন ঘরবন্দী থাকা রাজ্যের পড়ুয়াদের(Students) একাংশ।
আরও পড়ুন- Eden Gardens: ইডেনে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচে ফিরছে দর্শক, মমতাকে ধন্যবাদ জানালেন সিএবি কর্তা