ফলক বিতর্কের মাঝেই মেয়াদ শেষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। বুধবার বিশ্বভারতীর নতুন উপাচার্য হলেন কর্মসমিতির সদস্য সঞ্জয় কুমার মল্লিক। বিশ্বভারতীর প্রবীণ অধ্যাপক হিসেবেই উপাচার্যের দায়িত্ব নিলেন সঞ্জয় মল্লিক।
কর্মজীবনের শেষ দিনেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। তাই এদিনও তাঁর নিরাপত্তায় ছিল মহিলা পুলিশ-সহ বিরাট পুলিশ বাহিনী। পাশাপাশি ছিলেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে জমি নিয়ে ঝামেলা হয় অমর্ত্য সেনের। নোবেলজয়ী অর্থনীতিবিদকে একাধিকবার কটাক্ষ করেন তিনি। আইনি লড়াইও হয়। তাঁর একাধিক সিদ্ধান্তে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন একাধিকবার।
সম্প্রতি বিশ্বভারতীর পক্ষে উপাসনাগৃহ, ছাতিম তলা ও রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে শ্বেতপাথরের ফলক বসানো হয়। তাতে লেখা হয় ইউনেক্সো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্যের নাম আছে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। এই নিয়ে প্রতিবাদে সামিল হন পড়ুয়ারা ও প্রাক্তনীরাও।