নিয়োগ দুর্নীতি মামলায় এবার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফাতর করল ইডি । এদিন, ইডি দফতরে তাঁকে তলব করা হয়েছিল । টানা সাত ঘণ্টা তাঁকে জেরা করে ইডি । তৃণমূল নেতার বয়ানে অসঙ্গতি মিলেছে বলে ইডি সূত্রে খবর । তার পরেই তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা ।
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকা যেত কুন্তল 'ঘনিষ্ঠ' শান্তনুর কাছে । যদিও কুন্তলের দাবি, শান্তনু সম্পর্কে তিনি কিছুই জানেন না । এদিকে, সূত্রের খবর, তাপসের বয়ানে কুন্তলের ‘দাদা’ শান্তনু। শুক্রবার সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় । এদিন শান্তনুর আয়-ব্যয়ের হিসাবের নথি নিয়ে দেখা করতে বলেছিল ইডি। সেখানেও অসঙ্গতি মেলে বলে খবর । এরপরই তাঁকে গ্রেফতার করা হয় । ইডি সূত্রে খবর, এদিন সন্ধ্যায়ই তাঁর শারীরিক পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হবে।
সম্প্রতি, শান্তনুকে নিয়ে নতুন তথ্য পেয়েছিল ইডি । ইডি সূত্রে খবর, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া গিয়েছিল, তার মধ্যে ৭ জন নিয়োগপত্র পেয়েছেন । তাঁদের চাকরি কোন পথে হয়েছে, সেই বিষয়ে ইডি আধিকারিকদের হাতে তথ্য রয়েছে বলে খবর । এদিন সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর । এছাড়া, কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, এদিন সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল তদন্তকারী অফিসারদের ।