বড়দিনের আগেই সুখবর নিত্যযাত্রীদের জন্য। নির্ধারিত সময়ের ৮ দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge) | বলাই বাহুল্য, বড়দিন মানেই উৎসবের মরসুম। স্বাভাবিক ভাবেই এই সময় কলকাতার রাস্তাঘাটে ভিড় বাড়ে। নবান্ন সূত্রে খবর, শহরবাসীর দুর্ভোগ এড়াতেই ২৩ ডিসেম্বর খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ।
৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগে ব্রিজ খুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে PWD | গত ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিক বন্ধ ছিল সাঁতরাগাছি সেতু, যান চলাচলও নিয়ন্ত্রণ আনা হয়েছিল।
Mamata Banerjee : টার্গেট পঞ্চায়েত ভোট, দোসরা জানুয়ারি মমতার নেতৃত্বে তৃণমূলের কৌশল বৈঠক
উল্লেখ্য, পোস্তা ব্রিজ বিপর্যয়ের থেকেই শিক্ষা নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়ে রাজ্যের বিভিন্ন সেতুর। তখনই ধরা পড়ে সাঁতরাগাছি ব্রিজের কমজোরি। তারপরেই তড়িঘড়ি শুরু হয় ব্রিজ মেরামতির কাজ।