শুক্রবার মধ্যরাত থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ শুরু হবে। পরিবহণ দফতর নির্দেশিকা দিয়েছে আগামী ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর মেরামতির কাজ চলবে। শহরের অন্যতম ব্যস্ত সেতুতে ভারী পন্যবাহী গাড়ির যাতায়াত। তবে সাঁতরাগাছি সেতুর বিকল্প হিসেবে খোলা থাকবে একাধিক রাস্তা।
মেরামতির কাজ চলাকালীন, এই সেতুতে ভারী গাড়ি, অয়েল ট্যাঙ্কারের মতো গাড়ির চলাচল বন্ধ থাকবে। পরিবহণ দফতর নির্দেশিকায় জানিয়েছে, এই রাস্তার পরিবর্তে যাত্রিবাহী গাড়িগুলি আন্দুল রোড ব্যবহার করতে পারবে। কলকাতা থেকে যাওয়া পন্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলী সেতু, আলমপুর হয়ে আন্দুল রোড ধরতে পারবে। অন্যদিকে টালা সেতু, নিবেদিতা সেতু, ডানকুনি হয়ে ২ নম্বর জাতীয় সড়কও ব্যবহার করতে পারবে পন্যবাহী ভারী ট্রাক। খড়গপুর থেকে যে সব পন্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলি ধূলাগড়, আলমপুর, নিবড়া, সিসিআর ব্রিজ, নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ ধরে কলকাতায় আসতে পারবে। ২ নম্বর জাতীয় সড়ক থেকে ভারী গাড়িগুলি ডানকুনি থেকে নিবেদিতা সেতু ধরে কলকাতা আসতে পারবে।
ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত যাত্রিবাহী গাড়ি চলবে সাঁতরাগাছি সেতুতে। প্রায় ৭০ হাজার গাড়ি রোজ এই সেতু ব্যবহার করে। একপাশ বন্ধ হলে প্রবল যানজটের আশঙ্কা আছে। তবে যাত্রিবাহী গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা থেকে হাংসাং ক্রসিং, ড্রেনেজ ক্যানাল রোজ, শানপুর ক্রসিং, হাওড়া-আমতা রোড, সলপ মোড় হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে পারবে। এই রাস্তাগুলি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। হাওড়া-আন্দুল রোড, মৌরিগ্রাম উড়ালপুল, আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে যেতে পারবে খড়গপুরের দিকে যাওয়া যাত্রিবাহী গাড়ি ও অ্য়াম্বুলেন্স।