প্রয়াত শ্রীসারদা মঠের প্রেসিডেন্ট আনন্দপ্রাণা মাতাজি । মঙ্গলবার সকালে ৯ টা ৫৪ মিনিট নাগাদ পরলোকগমন করেছেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা । বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মাতাজি । কামরাপুকুর সারদাপীঠের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধে পর্যন্ত দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে মাতাজির দেহ রাখা থাকবে ।
মঠের তরফে জানানো হয়েছে, আজ দুপুর ৩টে থেকে মাতাজির দর্শন করতে পারবেন ভক্তরা । সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত মাতাজিকে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা । মঙ্গলবার রাতে কাশীপুর মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ।
উল্লেখ্য, সারদা মঠের পঞ্চম সভাপতি ছিলেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা। ২০২২ সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ওই পদে বসেন আনন্দপ্রাণা মাতাজি।