রাজ্যের আর্থিক তছরূপের এক বিরাট উদাহরণ হয়ে রয়েছে সারদা কেলেঙ্কারি। এবার নিলামে উঠতে চলেছে সেই সারদার বিপুল সম্পত্তি। ইতিমধ্যেই Securities and Exchange Board of India (SEBI)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং তাদের কর্ণধারদের বিপুল স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে উঠবে৷
আরও পড়ুন; Mamata Banerjee : এত ছোট জায়গার মধ্যে থাকেন মুখ্যমন্ত্রী ! বিস্ময় প্রকাশ রাজ্যপাল গণেশনের
নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করতে হবে ৩ নভেম্বরের মধ্যে৷ দীর্ঘদিন ধরে পরিকল্পনা চললেও এই নিলাম প্রক্রিয়া আটকে ছিল। এই নিয়ে বহু প্রশ্নও উঠতে শুরু করেছিল। কলকাতার ক্যামাক স্ট্রিট সেবির কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ অক্টোবর এবং ১ নভেম্বর। কিন্তু উৎসবের মরসুমে তা সম্ভব হয়নি তাই মেয়াদ বাড়ানো হয়েছে৷
এখন প্রশ্ন সারদায় টাকা রেখে যারা সর্বস্ব খুইয়েছেন তারা কি টাকা ফেরত পাবেন? সেবির বিজ্ঞপ্তিতে অবশ্য সে বিষয়ে স্পষ্ট কিছুই বলা নেই। উল্লেখ্য, সারদা মামলায় এই মুহুর্তে গারদে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। রাজ্যের বহু হেভিওয়েট নেতাদেরও এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল। ২০১৪-র ২৩ এপ্রিল কমিশন চালু হওয়ার পর থেকে টাকা ফেরত চেয়ে আবেদন জানান সাড়ে ১৭ লক্ষ আমানতকারী।