হারিয়ে যেতে বসেছে নদিয়ার মৃৎশিল্প। পাশাপাশি ধুঁকছে তাঁত শিল্পও। ফলে আর্থিক ভাবে সমস্যায় পড়ছেন এই দুই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। সেকারণে নতুন প্রজন্মও এই পেশায় আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
শান্তিপুরের মৃৎশিল্প এবং তাঁতশিল্পের খ্যাতি বিশ্বজোড়া। বিশ্বের একাধিক দেশে শাড়ি সহ তাঁতের একাধিক সামগ্রী সেখান থেকে পাঠান হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই চাহিদা কমছে। কারণ দাম বৃদ্ধি। তাঁত শিল্পীদের অনেকেই জানিয়েছেন, প্রতিনিয়ত একাধিক সামগ্রীর দাম বাড়ছে। ফলে বিভিন্ন দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা। যার ফলে ক্রেতার সংখ্যা কমছে।
একদিকে ওয়েস্টার্ন পোশাকের বিপুল ব্যবহার অন্যদিকে দাম বৃদ্ধি এই দুয়ের চাপে মুখ থুবড়ে পড়তে হচ্ছে তাঁতীদের। এদিকে রোজগারও তেমন ভালো না হওয়ায় নবীন প্রজন্ম এই পেশায় আসতে চাইছেন না। তাঁদের অনেকেই ইতিমধ্যে অন্য পেশায় অভিজ্ঞতা সঞ্চয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
মৃৎশিল্পীদের অনেকেই সরকারের উপর আক্ষেপ করেছেন। তাঁরা জানিয়েছেন, সরকার থেকে সেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে না। এমনকি কাজের বরাদ্দও তেমন নেই। ফলে শুধুমাত্র এই পেশায় থেকে দিন গুজরান করতে সমস্যায় পড়তে হচ্ছে। যদিও শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন, শিল্পীদের সমাধানে সর্বদা তৎপর তিনি। এই বিষয় নিয়ে সরকারের সঙ্গেও আলোচনা করবেন।