ভারত সফর শেষের আগে বুধবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির হোটেলে হাসিনার সঙ্গে দেখা করতে যান প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়-সহ পরিবারের সদস্যরা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা৷ টুইটারে শর্মিষ্ঠা জানান, শেখ হাসিনা তাঁর কাছে অভিভাবকের মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর বলেন যে, প্রণব মুখোপাধ্যায় ওঁর পরিবারের কাছে অভিভাবকের মতোই ছিলেন। একইভাবে, প্রণববাবুর মৃত্যুর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর কাছে অভিভাবকের মতোই।
মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক দীর্ঘদিনের৷ দুই পরিবারের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান-সহ তাঁর পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করা হয়। হাসিনা সেই সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যায়। এই অবস্থায় শেখ পরিবারের পাশে দাঁড়ায় ভারত৷ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেন৷ ১৯৭৫-১৯৮১ কালপর্বে পরিচয় গোপন করে দিল্লিতেই ছিলেন হাসিনা। সেখানে তাঁর প্রতিবেশী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তখন থেকেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক।
টুইট করে হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছেন প্রণব কন্যা।