জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল ঘোষের পর এবার শতাব্দী রায়(Satabdi Roy faced Agitation)। শুক্রবার রামপুরহাটের(Rampurhat Agitation) মাড়গ্রামে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বীরভূমের তৃণমূল সাংসদ(TMC MP Satabdi Roy)। গ্রামবাসীদের দাবি, এলাকার মেলেরডাঙা থেকে রামপুরহাটের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বার বার বলেও কোনও লাভ হয়নি। তাই তৃণমূল সাংসদ গ্রামে ঢুকতেই তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা। কেন বলার পরেও কাজ হয়নি, তা জানতে চেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি, ভোট বয়কটের ডাক দেন বিক্ষোভকারীদের একাংশ।
স্থানীয়দের দাবি, গত লোকসভা ভোটে মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা নতুন করে তৈরির প্রতিশ্রুতি দেন শতাব্দী(TMC MP Satabdi Roy)। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে প্রতিশ্রুতি পালন হয়নি। এছাড়াও আবাস যোজনা, বার্ধক্যভাতা, দুয়ারে সরকারে ঘটা একাধিক দুর্নীতি ইস্যুতেও ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।
আরও পড়ুন- BJP West Bengal: মকর সংক্রান্তি শেষেই জাতীয় কর্মসমিতির বৈঠক, পঞ্চায়েত-লোকসভা নিয়ে চিন্তায় বিজেপি
অন্যদিকে, বালিজুরি পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে গিয়ে প্রবল বিক্ষোভে পড়েন দেবাংশু ভট্টাচার্য(Debangshu Bhattachaya faced Agitation)। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে নর্দমা পরিষ্কার করা হয় না। এর জেরে মশাঘটিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এছাড়া আবাস যোজনার দুর্নীতি(PM Awas Yojana Agitation) নিয়েও ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।