সামনে সাজানো খাবারের থালা। ভাত, তরকারি, মাছ, মাংস। থালা ঘুরিয়ে কাছেও টেনে নিলেন। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুললেন। তারপরই উঠে গেলেন। তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ না সেরেই উঠে পড়লেন শতাব্দী রায় (Satabdi Roy)।
ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) বিষ্ণুপুরের তেঁতুলিয়ায়। তৃণমূল কর্মী সুজিত সরকার এদিন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন। তৃণমূল সাংসদের সেই ভিডিয়ো এখন ভাইরাল। তৃণমূলের তরফে যদিও দাবি করা হয়েছে, বাড়ির ভিতরে বসে খেয়েছেন শতাব্দী রায়। বাইরে শুধু ছবি তোলার জন্যই বসেছিলেন।
আরও পড়ুন: 'বিজেপি করলে সাতখুন মাফ', দুই ব্যবসায়ীর বাড়ি আয়কর হানা নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতেই দিদির দূত কর্মসূচি শুরু করেছে তৃণমূল। গ্রামে গ্রামে গিয়ে মানুষের শুনবেন তৃণমূলের দলনেত্রীরা। শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, বীরভূমে শতাব্দী রায়।