বাগুইআটিকাণ্ডের মূল (Baguiati Murder) অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে (Satyendra Chowdhury) গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে নাটকীয় ভাবে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশের কাছে খবর আসে, ট্রেন ধরে অন্য রাজ্যে পালানোর ছক কষেছিলেন সত্যেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশের বিশেষ একটি দল সাদা পোশাকে হাওড়া স্টেশনে পৌঁছয়। স্টেশনে সত্যেন্দ্র পৌঁছতেই তাঁকে পাকাড়াও করে পুলিশ।
বাগুইআটির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে হত্যার ঘটনার মূল চত্রী সত্যেন্দ্রকে খুঁজছিল পুলিশ। বুধবার মামলায় তদন্তভার হাতে পেয়ে বৃহস্পতিবার থেকেই তদন্তে নামে সিআইডিও। সত্যেন্দ্র বার বার তাঁর সিম কার্ড বদলানোয় তিনি ঠিক কোথায় আছেন, তার নাগাল পেতে সমস্যা হচ্ছিল প্রাথমিক ভাবে। শুক্রবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ।
Baguiati students murder: বাগুইআটিকাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
প্রসঙ্গত, বুধবারই বাগুইআটির জোড়া খুন মামলায় শামিম আলি, সাহিল মোল্লা ও দিব্যেন্দু দাস এবং অভিজিৎ বসুকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত।