পৌষমেলা শান্তিনিকেতনের ঐতিহ্য৷ এবার সেই মেলাই পূর্বপল্লির মাঠে করার দাবিতে বিশ্বভারতীর উপাচার্যর দফতরের সামনে বিক্ষোভ দেখাল পৌষমেলা বাঁচাও কমিটি। এদিন বিশ্বভারতীর বলাকা গেটে পোস্টার, প্ল্যাকার্ডে দাবি-দাওয়া লিখে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিশ্বভারতী পৌষমেলা না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন।
গত কয়েকবছর ধরেই পৌষমেলা অনুষ্ঠিত হওয়া নিয়ে চলছে চাপানউতর৷ ২০১৯ সালে শান্তিনিকেতন পৌষমেলা অনুষ্ঠিত হয়েছিল পূর্বপল্লির মেলার মাঠে। সেবছর স্টল তোলা নিয়ে বিবাদ হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে। গত বছর পূর্বপল্লির মাঠে পৌষমেলা না করে বীরভূম জেলা পরিষদের বোলপুর ডাকবাংলো মাঠে ছোট করে অনুষ্ঠিত হয়েছিল পৌষমেলা।
এবার আগের মতোই পৌষমেলা পূর্বপল্লির মাঠে হোক এমন আর্জি নিয়েই বোলপুর ব্যবসায়ী সমিতি হস্তশিল্প সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ যৌথভাবে 'পৌষমেলা বাঁচাও' ব্যানারে বিক্ষোভ দেখায় বিশ্বভারতীর বলাকা গেটের সামনে।