১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সভা থেকেই ঘোষণা করা হয়েছিল আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা। তারপর কেটে গিয়েছে প্রায় ১৩ দিন। এরপর শনিবার সকালে স্থানীয় শিব মন্দিরে পুজো দিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। যা নিয়ে কটাক্ষ করে BJP।
২০১৯ সালে সায়নী একটি পোস্ট করেন টুইটারে। সেখানে একটি শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি শেয়ার করেন তিনি। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও এরপর নির্বাচনী প্রচারে শিবলিঙ্গে পুজো দেওয়ায় পুরনো পোস্ট নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
কী বলেন সায়নী?
এদিন মন্দির থেকে বেরিয়ে এসে সায়নী জানান, সাধারণ মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন তিনি। যদিও BJP-র তরফে সায়নীর পুজো দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করা হয়।
এদিন সকাল থেকেই বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র প্রচার করেন সায়নী। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। প্রথমে গাড়িতে এবং পরে হেঁটে প্রচার করেন তিনি।