বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এবার আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। সায়নীর দাবি, ৭ দিনের মধ্যেই ক্ষমা চাইতে হবে সৌমিত্রকে। গত কয়েকদিন আগে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ করেছিলেন সায়নীর সঙ্গে কুন্তলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তারই পালটা হিসেবে সৌমিত্র খাঁকে আইনি নোটিশ পাঠালেন সায়নী ঘোষ।
Kuntal-Shantanu: কুন্তল ও শান্তনুর মধ্যে যোগসূত্র খুঁজছে ইডি, নজর বিনোদনের ব্যবসায়
উল্লেখ্য, ইডির (ED) হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এদিকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। হুগলির দুই তৃণমূল নেতার মধ্যে ব্যবসায়িক যোগসূত্র আছে বলে মনে করছে ইডি।
ইডি সূত্রে খবর, শুধু শিক্ষাজগতে নয়, বাংলা বিনোদন জগতেও ব্যবসা আছে কুন্তল ঘোষের। কুন্তলের ছবি বানানোর এক সংস্থার অংশীদার হিসেবে শান্তনুর পরিবারের এক সদস্যের নাম উঠে এসেছে ইডির হাতে। ওই সংস্থার আর্থিক লেনদেন ও অংশীদারিত্ব খতিয়ে দেখছে ইডি।