ED-র তলবে বুধবার ফের CGO কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত শুক্রবারও CGO কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সায়নী ঘোষ। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর বেশ কিছু নথি দেখতে চেয়েছেন ED আধিকারিকরা। বুধবার ওই নথি নিয়েই ED দফতরে যাবেন তিনি।
এদিকে দীর্ঘদিন পর মঙ্গলবার তৃণমূলের প্রচার তালিকায় নাম ছিল সায়নী ঘোষের। যদিও মায়ের অসুস্থতার জন্য প্রচারে যেতে দেখা যায়নি তাঁকে। গত শুক্রবার ED-দফতর থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, যতবার ডাকা হবে ততবারই তিনি হাজিরা দেবেন।