টিকিট পাননি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি তৃণমূলের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার সকাল থেকেই যা নিয়ে উত্তাল রাজ্যরাজনীতি। এর মধ্যেই মুখ খুললেন সায়ন্তিকা। জানালেন, 'তিনি ইস্তফা দেননি। যে চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই চিঠিতে তাঁর কোনও সই নেই। এটা সম্পূর্ণ ভুয়ো।'
২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের টিকিট পেয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। আশা ছিল লোকসভা ভোটে টিকিট পাবেন। কিন্তু দল টিকিট দেননি সায়ন্তিকাকে। মন খারাপ অভিনেত্রীর। কিন্তু তা বলে দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন তিনি। বলেছেন, 'ইস্তফা দেওয়ার হলে দলের কাছেই দেবেন। এই ইস্তফাপত্র তাঁর দেওয়া নয়।'
আরও পড়ুন - দেশজুড়ে কার্যকর হল CAA, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র
বিধানসভায় হেরে গেলেও অভিনেত্রীকে বাঁকুড়ার সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। মনে করা হচ্ছিল, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন তিনি। কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তীকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল।