প্রার্থী তালিকা প্রকাশের দিনই ইস্তফা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই তারকা নেত্রী। মঞ্জুষার ডিরেক্টর ও রাজ্য পর্যটন দফতরের ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে পারেন সায়ন্তিকা। সোমবারই এই পদ থেকে সরে দাঁড়াতে পারেন।
২০২১ বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে প্রার্থী হন সায়ন্তিকা। হেরে যান অভিনেত্রী। কিন্তু জানিয়েছিলেন, বাঁকুড়ার মানুষের পাশে থাকবেন। পুরুলিয়া, বাঁকুড়া থেকে ভাঙড়- দলের একাধিক কর্মসূচিতে দেখা যায় তাঁকে। গত কয়েকদিন দলের কর্মসূচিতে দেখা যায় সায়ন্তিকাকে। রবিবার লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। এরপরই সামনে আসে সায়ন্তিকার ইস্তফাপত্র।
ইস্তফাপত্রে কোনও তারিখের উল্লেখ ছিল না। তবে জনগর্জন সভার সাফল্যের জন্য অভিনন্দন বার্তা জানান। এরপরই দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দেন সায়ন্তিকা।