কুড়মি আন্দোলন উঠলেও পুজোর আগে বাস ভোগান্তিতে জেরবার দক্ষিণবঙ্গ। গত ১ সপ্তাহ ধরে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের ডাকা বন্ধের জেরে গড়ায়নি বাসের চাকা। রবিবারও আন্দোলন চলছে। অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, সাত দফা দাবি রয়েছে তাঁদের। এই দাবি না মানা হলে কাজে যোগ দেবেন না তাঁরা।
গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর, বর্ধমানে অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ চলছে। বিভিন্ন জেলা-সহ এই বিক্ষোভের আঁচ পড়েছে করুণাময়ীর এসবিএসটিসি বাস ডিপোতেও। অস্থায়ী কর্মীরা জানাচ্ছেন, তাঁদের দৈনিক কাজের ভিত্তিতে টাকা দেওয়া হয়। পুরো ২৬ দিন কাজ না পাওয়ার কারণে তাঁদের বেতন অনেকটাই কমে যায়। এই পরিস্থিতিতে নিয়মিত কাজ, বেতন বাড়ানো-সহ মোট ৭ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি, বার বার আলোচনা করে দীর্ঘদিন ধৈর্য ধরেও কোনও লাভ হয়নি। তাই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।
বাস চালক সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'গত ২২ দিন ধরে কর্মবিরতি চলছে। ম্যানেজমেন্টের কাছে বার বার গিয়েও সমস্যার সমাধান হয়নি। আমাদের দাবিগুলির মধ্যে অন্তত দুটো দাবি মেনে নিলেও আন্দোলন তুলে নেব আমরা। মেমো নম্বর পাঠিয়ে দিক আমাদের। কারণ আমরা অস্থায়ী কর্মী। আমরা কিছু বলতে গেলেই বলা হয় এজেন্সির কর্মী আমরা এজেন্সিকে বলতে।'