সোমবার থেকে রাজ্যে(West Bengal) কার্যকর হয়েছে নতুন বিধিনিষেধ(Restrictions) । সেই তালিকায় রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় । আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল । এই পরিস্থিতিতে ক্লাস কীভাবে হবে, কিংবা স্কুল বন্ধ থাকাকালীন শিক্ষক-শিক্ষিকাদের করণীয় কী হবে, তা নিয়ে মোট পাঁচ দফা নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর(State School Education Department) ।
নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ক্লাস চলবে অনলাইনে । অফলাইন পঠনপাঠন চলবে না । অনলাইন পড়াশোনা বিষয়ে খোঁজখবর নিতে শিক্ষকরা পড়ুয়াদের বাড়িতে যেতে পারবেন । স্কুল বন্ধের কারণে যাতে ছাত্রছাত্রীরা স্কুলছুট না হয়ে যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল বন্ধ থাকলেও ১৫-১৮ বয়সীদের টিকাকরণ চলবে । সুষ্ঠুভাবে সেই কাজ সম্পন্ন করতে উদ্যোগ নেবে স্কুলগুলো । অন্যদিকে, মিড-ডে মিল ও বই-খাতা স্কুল মারফত অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে ।
আরও পড়ুন, Covid 19: কলকাতার তিন হাসপাতালে আক্রান্ত ১০০ জনের বেশি চিকিৎসক, এনআরএসে কোভিডে আক্রান্ত ৬১
এছাড়া, যে স্কুলগুলিতে হস্টেল রয়েছে, সেগুলি বন্ধ রাখার কথা নির্দেশিকায় বলা হয়েছে । তবে কোনও কারণবশত, কোনও ছাত্রছাত্রী হস্টেলে থেকে যেতে বাধ্য হন, তাহলে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে ।