দীর্ঘ ২২ মাস পর যেন আবার প্রাণ ফিরে পেল বাংলার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়(School-College-University)। করোনা(Coronavirus) অতিমারির দাপটে সেই কবে বন্ধ হয়েছিল স্কুলে যাওয়া। তারপর থেকে বন্ধুদের চেনা মুখ, হাসি-ঠাট্টা-গল্পগুজব সবটাই হয়ে উঠেছিল ভার্চুয়াল(Virtual)। চাইলেও ছুঁয়ে দেখা যেত না কাছের বন্ধুদের। চাইলেও বসা যেত না স্কুলের ওই প্রিয় জায়গাটায়।
শুধু পড়ুয়ারাই নয়, দীর্ঘদিন পর স্কুল খোলার(School reopens in Bengal) সিদ্ধান্তে খুশি শিক্ষকরাও। এক শিক্ষিকার কথায় উঠে এল, ভার্চুয়াল জগতের নিরস শিক্ষাদানের কথা। তাঁর কথায়, স্কুল খোলার পর সামনে থেকে ছাত্রছাত্রীদের(Students) পড়ানোর যে আনন্দ, তা কোনওভাবেই ভার্চুয়াল মাধ্যমে(Virtual World) পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন- West Bengal: আজ থেকে রাজ্যে খুলছে স্কুলের বন্ধ দরজা, সতর্ক সরকার
তবে পড়ুয়া(Student) বা শিক্ষকরাই(Teacher) নন, দীর্ঘদিন পর স্কুল খোলার সিদ্ধান্তে খুশি রাজ্যের(West Bengal) অভিভাবকদের একাংশ। তাঁদের কথায়, বাড়ি বসে ভার্চুয়াল মাধ্যমে পড়াশোনার ফলে ছেলেমেয়েদের মধ্যে গ্রাস করেছিল একাকীত্ব। রাজ্যজুড়ে সব খোলা থাকলেও কেবলমাত্র শিক্ষাঙ্গন(School-College-University) বন্ধের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। রাজ্যজুড়ে(West Bengal) তাই দফায় দফায় চলছিল পড়ুয়া-শিক্ষক-অভিভাবকদের আন্দোলন। অবশেষে দীর্ঘ ২২ মাস পর শিক্ষাঙ্গন খোলায় খুশি রাজ্যবাসী।