শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। আর তার জেরেই মৃত্যু হল এক শিক্ষাকর্মীর। তাঁর নাম শিবু শী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ছোটো জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে। তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।
জানা গিয়েছে, বুধবার ছোটো জাগুলিয়া হাইস্কুলে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা ছিল। সেকারণে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে বারণ করা হয়েছিল স্কুলের তরফে। সেইমতো পড়ুয়ারা মোবাইল ফোন স্কুলে জমা রেখে পরীক্ষা দিতে যায়। কিন্তু পরীক্ষা শেষে স্কুলে তাণ্ডব শুরু করে পড়ুয়াদের একাংশ। সেসময় পড়ুয়াদের সামাল দিতে গিয়েছিলেন শিবু শী। অভিযোগ, তখন তাঁকে বেধড়ক মারধর করে পড়ুয়ারা। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেসময় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।