স্কুলের শিক্ষকের কাছেই টিউশনিতে যেত বছর পনেরোর নাবালিকা। অভিযোগ, ওই নাবালিকাকে একা পেয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে অভিযুক্ত। পরে নাবালিকার থেকে সমস্ত জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেতেই গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষক। ধৃতকে রবিবার চুঁচুড়া আদালতে পেশ করে গুপ্তিপাড়া থানা।
জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক প্রাইভেট টিউশনের পাশাপাশি ক্রিকেট কোচিংয়ের অ্যাকাডেমি চালান। সেই অভিযুক্তের কাছে দু’বছর ধরে পড়াশোনা করত নিগৃহীতা। নাবালিকার মামার অভিযোগ, একবছর ধরে তাঁর ভাগ্নিকে ধর্ষণ করেছে অভিযুক্ত। তারপর জানাজানি হতেই অভিযুক্তের এই কীর্তি সামনে আসে।
আরও পড়ুন- RCB vs Rajasthan Royals: দুপ্লেসি ও ম্যাক্সওয়েলের যুগলবন্দি, রাজস্থানকে ১৯০ রানের টার্গেট আরসিবির