শুক্রবার রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিকভাবে তাদের থাকার জন্য একাধিক স্কুলকে বেছে নেওয়া হয়েছে। সে কারণে পড়ুয়াদের পঠনপাঠনে বিঘ্ন ঘটতে পারে। এই আশঙ্কার কথা জানালো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। ওই সংগঠনের দাবি স্কুলে কেন্দ্রীয় বাহিনী না রেখে বিভিন্ন অডিটোরিয়ামে তাঁদের থাকার ব্যবস্থা করা হোক।
কী দাবি?
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের অভিযোগ, একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য পরীক্ষার সময়সীমা বদল করা হয়েছে। বন্ধ রাখা হচ্ছে অধিকাংশ স্কুল।
এর প্রতিবাদে ইতিমধ্যে ওই সংগঠনের তরফে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি অডিটোরিয়াম রয়েছে। এছাড়াও থাকার একাধিক ব্যবস্থা রয়েছে। সেকারণে স্কুল বন্ধ না রাখার দাবি করেছে তারা।