ঘূর্ণিঝড় দানার প্রভাবে ৯ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় সবথেকে বেশি প্রভাব পড়বে দানার। এছাড়াও পার্শ্ববর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-এও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের তরফে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একটি বিশেষ টেলিফোন নম্বর চালু করা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। SDRF এবং NDRF-এর সদস্যদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।
২৩ তারিখ অর্থাৎ বুধবার থেকে বিভিন্ন এলাকায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ওই সাতটি জেলার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনও বিপদ না হয় তার জন্য এই পদক্ষেপ। ঘুর্ণিঝড়ের পরিস্থিতি নজরে রাখতে ৭জন অবজারভার রাখা হয়েছে।