বগটুই-কাণ্ডে ফের কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিকের পর সাসপেন্ড করা হল এসডিপিও সায়ন আহমেদকে। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে সাসপেন্ড হলেন দুই গুরুত্বপূর্ণ পুলিশ আধিকারিক।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফিরে আসার পরেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য আবারও যান রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে। গ্রামের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। গ্রামের নিরাপত্তা বাড়াতে স্থানীয় পুলিশকে কড়া নির্দেশও দেন তিনি।
আরও পড়ুন: TMC meets Amit Shah: অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যপালের অপসারণের দাবি জানাল তৃণমূল
ডিজি-র উপস্থিতিতেই গ্রামের বিভিন্ন জায়গায় বসানো হল সিসিটিভি ক্যামেরা। বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা।
এরপরেই রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়। ঘটনার পরই তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে কর্তব্যে গাফলতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পরই তাঁকে সাসপেন্ড করা হয়। আইসি-র পর এবার শাস্তির মুখে পড়লেন রামপুরহাটের এসডিপিও।