সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি এবং রবিবার বেশ কিছু ট্রেন বাতিল করা হল শিয়ালদহ-বনগাঁ শাখায়। রেলের তরফে জানানো হয়েছে, বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে মেরামতির কাজ হবে। সেই কারণেই লোকাল ট্রেনের শিডিউলে প্রভাব পড়তে চলেছে। এমনকি বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে।
রেল সূত্রে খবর, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝের ব্রিজ মেরামতির কারণে শনিবার রাত থেকে রবিবার সকাল দশটা পর্যন্ত মোট ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে শনিবার রাতে বনগাঁ শাখার ৬টি ট্রেন এবং রবিবার সকালের ৩২টি ট্রেন বাতিল হয়েছে। তবে, সকাল সাড়ে ১০ টার পর ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল।
শনিবার যে ট্রেনগুলি বাতিল হবে
শিয়ালদহ-বনগাঁ- (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- (আপ-ডাউন)
রবিবার যে ট্রেনগুলি বাতিল হবে
বনগাঁ-শিয়ালদহ- (আপ-ডাউন)
হাসনাবাদ-শিয়ালদহ- (আপ-ডাউন)
দত্তপুকুর-শিয়ালদহ- (আপ-ডাউন)
বনগাঁ-মাঝেরহাট-
লক্ষ্মীকান্তপুর-নামখানা- (আপ-ডাউন)
মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- (আপ-ডাউন)
হাবরা-শিয়ালদহ- (আপ-ডাউন)
বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি
মাঝেরহাট-মধ্যমগ্রাম
মাঝেরহাট-বারাসত
বারাসত-বনগাঁ
বারাসাত-শিয়ালদহ
বারাসাত–দত্তপুকুর
দত্তপুকুর–শিয়ালদহ